ভিশন :
যথাযথ প্রশিক্ষণ ও লাগসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৈঞ্জানিক পদ্ধতিতে ন্বল্প খরচে প্রামিত্মক পর্যায়ের কৃষকের মাঝে সেচ সুবিধা সম্প্রসারনের মাধ্যমে কৃষকের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি খাদ্যে সয়ংসম্পূর্নতা অর্জন।
মিশন :
ক) পরিকল্পিত ভাবে গভীর নলকূপ ও L.L.P (লো লিফট পাম্প) স্থাপন।
খ) নদী/খাল খননের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করা।
গ) Dug well (পাত কুয়া) স্থাপন।
ঘ) স্মার্ট কার্ড বেইজড প্রি-পেইড মিটারের মাধ্যমে সেচ যন্ত্র পরিচালনা।
ঙ) AWD পদ্ধতিতে ধান চাষ করা।
চ) UPVC পাইপের মাধ্যমে ভূ-গর্ভস্থ সেচনালা নির্মান ও সম্প্রসারন করা।
ছ) ডিজিটাল ব্যবস্থাপনায় গভীর নলকূপের অপারেটরের ভাতা প্রদান।
জ) সেচ যন্ত্র মালিক কর্তৃক সেচের বিনিময়ে উ্যপাদিত ধানের ১/৪অংশ গ্রহনের প্রচলিত রীতি রহিত করা।
ঝ) সেচ যন্ত্র স্থাপনের ক্ষেত্রে উপজেলা সেচ কমিটির ছাড়পত্র গ্রহনের বিদ্যমান সরকারী নীতিমালার পূর্ন বাসত্মবায়ন নিশ্চিত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস