ক) সকল গভীর নলকূপে বিভাগীয় ভাবে বৈদ্যুতিক লাইন নির্মান করা হয়েছে।
খ) সকল গভীর নলকূপ স্মার্ট কার্ড বেইজড প্রি-পেইড মিটারের মাধ্যমে পরিচালিত হয়।
গ) সকল গভীর নলকূপে ২০০০ ফুট ভূ-গর্ভস্থ সেচনালা বিদ্যমান রয়েছে।
ঘ) গভীর নলকূপের কমান্ড এরিয়ায় পার্চিং সহ AWD পদ্ধতিতে ধান চাষ করা হচ্ছে।
ঙ) ডাচ ব্যাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে অপারেটর ভাতা প্রদান।
চ) L.L.P ও Dug well স্থাপনের লক্ষ্য প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস