ক) ডিসেম্বর /২০০৪ সাল হতে সিরাজগঞ্জ সদও উপজেলায় বিএমডিএ’র কার্যক্রম শুরু হয়।
খ) সিরাজগঞ্জ উপজেলায় ফসলী জমির পরিমান ২৩১৯৪ হেক্টর। যার মধ্যে
১. সমতল জমি - ১৬৭৯৪ হেক্টর, ২. চর এলাকা - ৬৪০০ হেক্টর, ৩. বরেন্দ্র এলাকা - ০ হেক্টর, ৪. চলন বিল - ০ হেক্টর।
গ) সিরাজগঞ্জ জোন দপ্তর ৪ টি উপজেলার সমন্বয়ে গঠিত। যথা:
ঘ) সিরাজগঞ্জ জোনে বিএমডিএ’র সর্বমোট গভীর নলকূপের সংখ্যা - ৪২ টি। যথা:
১. সিরাজগঞ্জ সদর উপজেলা = ৩০ টি এবং ২. কামারখন্দ উপজেলা = ১২ টি।
ঙ) বিএমডিএ’র সকল গভীর নলকূপ বিদ্যুত এর মাধ্যমে পরিচালিত হয়। বিএমডিএ নিজস্ব বৈদ্যুতিক মালামাল দ্বারা বিভাগীয় ভাবে গভীর নলকূপের বিদ্যুত লাইন নির্মান করে এবং পরবর্তীতে পলস্নী বিদ্যুত সমিতির নিকট বৈদ্যুতিক লাইন হসত্মামত্মর করে। এ পর্যমত্ম নির্মিত বৈদ্যুতিক লাইনের দৈর্ঘ্যের পরিমান ৮.৯৮ কি. মি.। যথা :
১. সিরাজগঞ্জ উপজেলায় ২.৭০ কি.মি.। ২. কামারখন্দ উপজেলায় ৬.২৮ কি.মি.।
চ) সকল গভীর নলকূপ স্মার্ট কার্ড বেইজড প্রি-পেইড মিটারের মাধ্যমে পরিচালিত হয়।
ছ) ২০০০ ফুট ভূ-গর্ভস্থ সেচনালা রয়েছে এরম্নপ গভীর নলকূপের সংখ্যা - ৪১ টি।
জ) সিরাজগঞ্জ উপজেলায় ২৫,০০০ লিটার ধারন ক্ষমতার খাবার পানির স্থাপনা রয়েছে ২ টি। :
ঝ) ফলজ ও বনজ বৃক্ষ রোপনের সংখ্যা : ১০০০০ টি।
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS